সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৪৪৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৩ কোটি ৭৮ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বেক্সিমকো ফার্মা ৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফনিক্স ফিন্যান্স, এবি ব্যাংক, আমান কটন ফাইবার্স, এডিএন টেলিকম, অ্যাডভেন্ট ফার্মা, আমান ফিড, বারাকা পাওয়ার, ব্রিটিশ আমেরিকান ট্যোকাকো, বিডি ফিন্যান্স, বিকন ফার্মা, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবল, বিএসআরএম লিমিটেড, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স,ডিবিএইচ, ইস্টার্ন কেবলস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, জিবিবি পাওয়ার, জেনারেশন নেক্সট, ইফাদ অটোস, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইনটেক অনলাইন, কেপিপিএল, মুন্নু সিরামিকস, নিটল ইন্স্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওয়ান ব্যাংক, ওরিয়ন ফার্মা, পিএফআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফনিক্স ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রীড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রবি, রূপালী ইন্স্যুরেন্স, সায়হাম কটন, এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস,এসএস স্টিল, ট্রাস্ট ব্যাংক ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।