পুঁজিবাজারের তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক সিকিউরিটিজ ডিএসইর নিকুঞ্জ টাওয়ারে কার্যক্রম শুরু করেছে। সোমবার এই কার্যক্রমের উদ্বোধন করেন সিজিআইএ বাংলাদেশের প্রতিনিধি ও প্রাইম ইসলামী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম নুরুল আলম।
ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদেকুল ইসলামসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন শাখার বিষয়ে ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইসলাম সানবিডিকে বলেন,পুঁজিবাজারের বিনিয়োগকারীদের দোরগোড়ায় পৌঁছাতে চায়। সেই জন্য দিন দিন প্রতিষ্ঠানটির কলবর বাড়ানো হচ্ছে। এর আগে ইসলামী ব্যাংক সিকিউরিটিজের প্রধান কার্যালয় ছাড়া বাণিজ্যিক রাজাধানী চট্টগ্রামে কার্যক্রম শুরু করেছে।
তিনি আরও বলেন,এর বাহিরে ৬৩ দিলকুশায় ও ১৬১টি মতিঝিলে এক্সটেনশন অফিসের মাধ্যমে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সেবা দিয়ে আসছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ।