গত সপ্তাহে পুঁজিবাজারে লেনদেনে আসা কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের এমএইচজেড (MHz) স্পেকট্রাম ব্যান্ড নবায়ন সংশোধনী করা হয়েছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কোম্পানিটির ৯০০ (ই-জিএসএম) এমএইচজেড (MHz) এবং ১৮০০ এমএইচজেড স্পেকট্রাম ব্যান্ড নবায়ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২০ ডিসেম্বর বিটিআরসি রবির ১৫ বছরের জন্য এমএইচজেড স্পেকট্রাম ব্যান্ড নবায়ন করার কথা জানিয়েছিল। কিন্তু কোম্পানিটি সংশোধন করে ১০ বছর পযন্ত নবায়ন করেছে।
রবিকে স্পেকট্রাম ফি বাবদ ২৩ কোটি ৯৭ লাখ ৭২ হাজার টাকা ব্যয় করতে হবে। আগামী ২০২৫ সাল পর্যন্ত ৬ কিস্তিতে রবিকে এই টাকা পরিশোধ করতে হবে।