1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বছরের শুরুতেই লেনদেনের রেকর্ড
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:২৬ পিএম

বছরের শুরুতেই লেনদেনের রেকর্ড

  • আপডেট সময় : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

নতুন বছরের শুরুতে দেশের পুঁজিবাজারে লেনদেনে ইতিহাস সৃষ্টি হয়েছে। রোববার (৩ জানুয়ারি) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ১৯০০ কোটি টাকা ছাড়িয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১৬ পয়েন্ট বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৮ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭৮ পয়েন্টে অবস্থান করছে।

দিনশেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৯২৫ কোটি ৭৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৪৩ কোটি ২৭ লাখ টাকা। লেনদেন হওয়া ৩৬১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২৫৩টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৬৫ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৬৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২৪ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৪০৬ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৮১০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২০৮টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৬৭ কোটি ২৭ লাখ টাকা।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ