পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামীকাল ৩ জানুয়ারি, রোববার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।
রেকর্ড ডেটের কারণে রোববার কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেট শেষ হওয়ার পরদিন অর্থাৎ সোমবার থেকে শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে।
৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য দুই শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। আর ৩০ জুন, ২০২ সমাপ্ত অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৪ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ০.২৫ টাকা। আর শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২.০৫ টাকা (লোকসান)। আগের বছর একই সময়ে ছিল যথাক্রমে ১২.৯৪ টাকা (লোকসান), ০.০২ টাকা এবং ০.৯৮ টাকা (লোকসান)।
আগামী ১৯ জানুয়ারি (বেলা সাড়ে ১০টায় ২০১৯ সালের এবং দুপুর ১২টায় ২০২০ সালের জন্য) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ জানুয়ারি।