1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
জেএমআই’র দর বৃ‌দ্ধির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৩১ এএম

জেএমআই’র দর বৃ‌দ্ধির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

  • আপডেট সময় : শনিবার, ২ জানুয়ারী, ২০২১

পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইস লিমিটেডের শেয়ারের অস্বাভা‌বিক দর বৃ‌দ্ধির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্প‌তিবার (৩১ ডিসেম্বর) বিএসইসির উপ-পরিচালক মো. ওহিদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

গঠিত তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপ-পরিচালক উম্মে সালমা এবং সহকারী পরিচালক মোহাম্মদ ওয়া‌রিসুল হাসান রিফাত। কমিটিকে আদেশ জা‌রির ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১০ ডিসেম্বর জেএমআই সিরিঞ্জের শেয়ার দর ছিল ২৮২ টাকা। যা ৩০ ডিসেম্বর বেড়ে দাড়িঁয়েছে ৪২৭ টাকায়। ২০ দিনের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১৪৫ টাকা বা ৫১ শতাংশ। এই অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি।

এছাড়া এই অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে কোন অপ্রকাশিত মূল্য সংবেদশীল তথ্য নেই বলে জেএমআই সিরিঞ্জ কর্তৃপক্ষ ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। যা গত ২৭ ডিসেম্বর ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

২০১৩ সালে ডিএসইতে তালিকাভুক্ত হওয়া জেএমআই সিরিঞ্জের পরিশোধিত মূলধন ২২ কোটি ১০ লাখ টাকা। কোম্পানিটির ৫৩ কোটি ৫২ লাখ টাকার রিজার্ভ রয়েছে।

সর্বশেষ ২০১৯-২০ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৩৫ টাকা। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ