1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বারাকা পাওয়ারের ডিভিডেন্ড অনুমোদন
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৩৮ এএম

বারাকা পাওয়ারের ডিভিডেন্ড অনুমোদন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
Baraka

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের ডিভিডেন্ড অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এজিএমে সমাপ্ত হিসাব বছরের জন্য ৮ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ স্টক ডিভিডেন্ডসহ অন্যান্য প্রস্তাব অনুমোদিত হয়।

কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২.৫৯ টাকা। এছাড়া গত হিসাব বছরে নতুন দুটি বিদ্যুৎকেন্দ্র যোগ হওয়ায় কোম্পানিটির সম্মিলিত মুনাফাও বেড়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির সম্মিলিত নিট মুনাফা ছিল ৫৬ কোটি ৭৬ লাখ টাকা।

সভায় বারাকা পাওয়ারের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী, এমডি ফাহিম আহমদ চৌধুরী, কোম্পানির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আহসানুল কবির, ভাইস চেয়ারম্যান আলহাজ আব্দুল বারী, পরিচালক গোলাম রব্বানী চৌধুরী, মনজুর কাদির শাফি এলিম, নান্নু কাজি মোহাম্মদ মিয়া, আফজাল রশিদ চৌধুরী, মো. সিরাজুল ইসলাম, আব্দুস এস মাজিদ, ড. জাকির হোসেন এবং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ