করোনা মহামারির কারণে বাংলাদেশের পুঁজিবাজার কিছু দিন বন্ধ থাকলেও লেনদেনের গতি কমেনি। পুরো বছরে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে আছে বেক্সিমকো গ্রুপের তিন প্রতিষ্ঠান। এগুলো হচ্ছে—বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা ও আইএফআইসি ব্যাংক।
শীর্ষ তালিকার অন্য প্রতিষ্ঠানগুলো হলো—লাফার্জহোলসিম, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ফার্মা, গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স।
২০২০ সালে বেক্সিমকো ফার্মার ৫ হাজার ৬৫৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মোট লেনদেনের ৪ দশমিক ৫৮ শতাংশ কোম্পানিটির দখলে। কোম্পানির মূল্য আয় অনুপাত ১৮ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে বেক্সিমকোর ৪ হাজার ৩৭৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মোট লেনদেন কোম্পানির অবদান ৩ দশমিক ৫৪ শতাংশ। কোম্পানির পিই রেশিও ১০১ দশমিক ৮ পয়েন্ট।
স্কয়ার ফার্মার ২ হাজার ৫৩৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মোট লেনদেনে কোম্পানিটির অবদান ২ দশমিক শূন্য ৫ শতাংশ। কোম্পানির পিই রেশিও ১১ দশমিক ৮ পয়েন্ট।
লাফার্জহোলসিমের ২ হাজার ১৩৭ কোটি ১৫ লাখ, ব্র্যাক ব্যাংকের ২ হাজার ১২৮ কোটি, ওরিয়ন ফার্মার ১ হাজার ৭৮৫ কোটি, গ্রামীণফোনের ১ হাজার ৭৭২ কোটি, বিএসসিসিএলের ১ হাজার ৬৩১ কোটি, আইএফআইসি ব্যাংকের ১ হাজার ৫৬৯ কোটি এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১ হাজার ৩৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।