পুঁজিবাজারে চার প্রতিষ্ঠান মার্কেট মেকার হতে চায়। প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) মার্কেট মেকারের দায়িত্ব পালন করতে আবেদন করেছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠান চারটি হলো ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ঢাকা ব্যাংক সিকিউরটিজ, সিএসইর সদস্য কবির সিকিউরিটজ এবং বে রিচ লিমিটেড। তবে প্রতিষ্ঠানগুলোর আবেদন অপরিপূর্ণ বলে জানা গেছে। নতুন আইন অনুযায়ী তাদেরকে আবারও আবেদন করতে হতে পারে।
জানা যায়, ২০১৭ সালের মার্কেট মেকার আইন লাইসেন্সের জন্য আবেদন করতে হলে কোম্পানির পরিশোধিত মূলধন হতে হবে কমপক্ষে ১০ কোটি টাকা। তবে আবেদনকারী দুটি প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন ১০ কোটি টাকার নিচে বলে জানা গেছে। কোম্পানি দুটির পক্ষ থেকে বলা হয়েছে, শুরুতে তাদের পরিশোধিত মূলধন কম থাকলেও পরে তারা তা বাড়িয়েছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিশোধিত মুলধন ৮০৫ কোটি টাকা এবং ঢাকা ব্যাংক সিকিউরটিজের ১৮৯ কোটি টাকা। অন্যদিকে, সিএসইর সদস্য কবির সিকিউরিটজ ২ কোটি ৭৩ লাখ টাকা দিয়ে আবেদন করেছে। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মুলধন ১০ কোটি টাকার উপরে। আর বে রিচ লিমিটেড ৯ কোটি ৩৭ লাখ টাকা দিয়ে আবেদন করেছে। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মুলধন ১৫ কোটি টাকার উপরে।