গতি ফিরেছে দেশের পুঁজিবাজারে। বাজারে বি ক্যাটাগরি কোম্পানিগুলোর শেয়ার দরে নাড়া দিচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় বি কোম্পানিগুলোর আধিপত্য দেখা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, বি ক্যাটাগরিতে অবস্থান করছে এফএএস (ফাস) ফাইন্যান্স। কোম্পানিটি লোকসানে থাকলেও শেয়ার দর বেড়ে ডিএসই শীর্ষ তালিকায় উঠে এসেছে। শেয়ার আগের দিনের চেয়ে ১০ শতাংশ বেড়েছে। শেয়ার সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
প্রাইম ফাইন্যান্সের একই চিত্র। তবুও কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। শেয়ার সর্বশেষ ১২ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।) শুধু ফাস বা প্রাইম পাইম ফাইন্যান্স নয় এমন বেশ কয়েকটির শেয়ার দর বৃদ্ধি পাচ্ছে।
এদিকে, বুধবার ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে জিকিউ বলপেন। কোম্পানির শেয়ার আগের দিনের চেয়ে ১০ শতাংশ বেড়েছে। শেয়ার সর্বশেষ ১৪১ টাকা ৯০ পয়সায় বেচাকেনা হয়েছে।
মতিন স্পিনিং দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থান রয়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৩৬ টাকা ৪০ পয়সায় বেচাকেনা হয়েছে। শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে।
এছাড়া এ তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- রবি আজিয়াটা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল লিজিং, ইউনিয়ন ক্যাপিটাল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।