করোনা মহামারির কারনে চলতি বছরের প্রথমার্ধে দেশের পুঁজিবাজারের স্থবিরতা ছিল। যার রেশ দ্বিতীয়ার্ধের প্রথম প্রান্তিকেও ছিল। এছাড়া ৬৬দিন বন্ধ থাকার মতো ঘটনার সাক্ষী এই পুঁজিবাজার।
এরপরেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০২০ সালে লেনদেনে রেকর্ড হয়েছে। এবছর ডিএসইর ইতিহাসের ৫ম সর্বোচ্চ লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের এই উত্থানের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশনের ইতিবাচক ও কার্যকরি ভূমিকা। এছাড়া কালো টাকা বিনিয়োগের সুযোগ ও এফডিআরের সুদ হার তলানিতে নেমে আসায় পুঁজিবাজারে বড় ইতিবাচক প্রভাব পড়েছে। যে উন্নয়নের পথ তৈরীতে ভিত্তি গড়ে দিয়েছে বিগত কমিশনের ফ্লোর প্রাইস নির্ধারন। অন্যথায় করোনার আতঙ্কে শুরুতে পুঁজিবাজারে অনাকাঙ্খিত অনেক কিছুই ঘটতে পারত।
করোনা মহামারির কারনে ২০২০ সালে ডিএসইতে ২০৮ দিন লেনদেন হয়েছে৷ এ বছর ৬৬দিন বন্ধ থাকায়, ওইসময় ৩৮ কার্যদিবস লেনদেন হয়নি। এরপরেও ২০২০ সালে ডিএসইতে মোট ১ লাখ ৩৪ হাজার ৯৮১ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে৷ যা ডিএসই’র ইতিহাসে ৫ম সর্বোচ্চ লেনদেন।
২০২০ সালে আগের বছরের চেয়ে ২১ হাজার ১৫৯ কোটি ৩৪ লাখ টাকা বা ১৮.৫৯ শতাংশ বেশি লেনদেন হয়েছে৷
এই বছর ডিএসইতে গড়ে প্রতি কার্যদিবসে লেনদেন হয়েছে ৬৪৮ কোটি ৯৪ লাখ টাকার৷ যার পরিমাণ ২০১৯ সালে ছিল ৪৮০ কোটি ২৬ লাখ টাকা৷ ওই বছরে ২৩৭ কার্যদিবসে মোট লেনদেন হয়েছিল ১ লাখ ১৩ হাজার ৮২১ কোটি ৮৮ লাখ টাকা।