লেনদেন শুরুর পর টানা দুই দিন দর বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ তালিকায় থাকলেও চতুর্থ দিন মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রবি আজিয়াটাকে হটিয়ে শীর্ষ স্থান দখল করেছে ইস্টার্ন কেবলস লিমিটেড। এদিন ডিএসইতে দর বৃদ্ধির দিক দিয়ে রবির চেয়ে এগিয়ে গেছে ইস্টার্ন কেবলস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ইস্টার্ন কেবলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯.৯৯ শতাংশ বেড়ে সর্বশেষ ১৭০.৫০ টাকায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ডিএসইতে দর বৃদ্ধি তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।
তবে গত কার্যদিবসে রবি আজিয়াটা চতুর্থ স্থানে থাকলেও আজ আরও এক ধাপ পিছিয়েছে। দর বৃদ্ধির তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রবি আজিয়াটা। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯.৭১ শতাংশ বেড়েছে। শেয়ার সর্বশেষ ২৭.১০ টাকায় লেনদেন হয়েছে।