1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
জেনেক্স ইনফোসিসের অস্বাভাবিক লেনদেনে ৩ জনের বিও হিসাব জব্দ
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:১১ এএম

জেনেক্স ইনফোসিসের অস্বাভাবিক লেনদেনে ৩ জনের বিও হিসাব জব্দ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
genex-

পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিসের শেয়ার অস্বাভাবিক লেনদেন করার অভিযোগে ২ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে থাকা ওই কোম্পানির শেয়ার জব্দ (ফ্রিজ) করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য করণীয় পদক্ষেপ নিতে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ও উভয় স্টক এক্সচেঞ্জকে চিঠির মাধ্যমে নির্দেশ দিয়েছে বিএসইসি।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

চিঠিতে বিএসইসি উল্লেখ করেছে, কমিশন জেনেক্স ইনফোসিসের অস্বাভাবিক লেনদেন পর্যবেক্ষন করেছে। যে কারনে কমিশন ওই কোম্পানির শেয়ার নিয়ে কিছু ব্যক্তির অস্বাভাবিক লেনদেনের বিষয়ে এনফোর্সমেন্ট অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কমিশন বিনিয়োগকারী ও শেয়ারবাজারের স্বার্থে ২ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানের বিও হিসাবে থাকা জেনেক্স ইনফোসিসের শেয়ার জব্দ করারও সিদ্ধান্ত নিয়েছে। এনফোর্সমেন্ট অ্যাকশন শেষ না হওয়া পর্যন্ত জব্দ থাকবে।

জব্দ করা ব্যক্তি ও প্রতিষ্ঠান ৩টির মধ্যে রয়েছে- মো. রেজাউল করিম খান, মি: উজি (Ugine) ও আইপিই ক্যাপিটাল। এরমধ্যে মো. রেজাউল করিম খানের বিও নম্বর- ১২০৫৫৯০০৬৮০০১০৫৬। আর উজির বিও নম্বর ১২০৫৫৯০০৬৮২৪৭৯১৯ ও আইপিই ক্যাপিটালের বিও নম্বর ১২০৫৫৯০০৬১৯৮১৮৬৫।

উল্লেখ্য ২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া জেনেক্স ইনফোসিসের মঙ্গলবার (২৯ ডিসেম্বর) লেনদেন শেষে শেয়ার দর দাড়িঁয়েছে ৫৮.১০ টাকায়। তথ্য প্রযুক্তি খাতের এ কোম্পানি তালিকাভুক্ত হওয়ার পরে ২ বার লভ্যাংশ ঘোষণা করেছে। অভিহিত মূল্যে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি থেকে প্রতিবারই ২০ শতাংশ করে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকেই জেনেক্স ইনফোসিসের ব্যবসায় উন্নতি অব্যাহত রয়েছে। করোনার মধ্যে অন্যসব কোম্পানি মুনাফা করতে হিমশিম খেলেও জেনেক্স ইনফোসিসের উন্নতি হয়েছে। কোম্পানিটির আইপিও পূর্ব ২০১৭-১৮ অর্থবছরের ২.০২ টাকার ইপিএস সর্বশেষ ২০১৯-২০ অর্থবছরে বেড়ে হয়েছে ৩.৪২ টাকা।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ