পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, ইস্টার্ন লুব্রিকেন্টসের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ২ টাকা ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৪ পয়সা।
কোম্পানির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ৮৮ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ১৯ টাকা ৪০ পয়সা।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮১ টাকা ৩১ পয়সা। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ১৭৮ টাকা ৪৫ পয়সা।