টানা পাঁচ কার্যদিবস নিম্নমুখী থাকার পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে মিউচ্যুয়াল ফান্ড। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ খাতভিক্তিক দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এখাত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ তালিকাভুক্ত ৩৭টি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির। অর্থাৎ আজ কোন মিউচ্যুয়াল ফান্ডের দর কমেনি।
তবে খাতভিত্তিক দর বৃদ্ধির শীর্ষে মিউচ্যুয়াল ফান্ড থাকলেও দর বৃদ্ধির শীর্ষ তালিকায় কোন মিউচ্যুয়াল ফান্ডকে দেখা যায়নি।
মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে আজ দর বৃদ্ধিতে এগিয়ে ছিল-ভিএএমএলবিডি ফান্ড-১, ভিএএমএিআরবিবি, এবিবি ফাস্ট, সিএপিএমবিডিবিএল, ইবিএলএনআরবি, ট্রাস্ট ব্যাংক-১ ও এনসিসিবিএল-১।
বাজার সংশ্লিষ্টিরা বলছেন, বিদায়ী সপ্তাহে লেনদেনে আসা ক্রিস্টাল ইন্সুরেন্স ও রবির শেয়ার দরে উল্লম্ফন হওয়াতে মিউচ্যুয়াল ফান্ডগুলোর দরও ঊর্ধ্বমুখী হয়েছে। কারণ রবিতে মিউচ্যুয়াল ফান্ডগুলো গড়ে ১০ কোটির বেশি টাকার শেয়ার পেয়েছে। যা তিনদিনে বেড়েছে ১৪৭ শতাংশ।
অন্যদিকে, মিউচ্যুয়াল ফান্ডগুলো ক্রিস্টাল ইন্সুরেন্সের শেয়ার পেয়েছে গড়ে ৬০ হাজার টাকা। যা গত ৬ দিনে বেড়েছে ২২৭ গুণ।