1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ডরিন পাওয়ারের ডিভিডেন্ড অনুমোদন
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ এএম

ডরিন পাওয়ারের ডিভিডেন্ড অনুমোদন

  • আপডেট সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিষ্টেমস লিমিটেড (ডিপিজিএসএল) এর ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। উপস্থিত শেয়ার হোল্ডারগণ ২০১৯-২০২০ হিসাব বছরের জন্য সুপারিশকৃত ২০ শতাংশ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য সূচি সমূহ অনুমোদন করেন।

এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিসেস আনজাবীন আলম সিদ্দিকী। এজিএমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক জনাব তাহজীব আলম সিদ্দিকী, পরিচালক জনাব আবুল হাসনাত, পরিচালক জনাব আলী আকবর, স্বতন্ত্র পরিচালক জনাব মাহতাব বিন-আহমেদ এবং কোম্পানি সচিব জনাব মাসুদুর রহমান ভুঁইয়া।

উক্ত, এজিএমে ৩০ জুন ২০২০ সালে সমাপ্ত হিসাব বছরে কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন সহ পরিচালকদের প্রতিবেদন অনুমোদিত হয় । এ সময় শেয়ার হোল্ডাররা গত হিসাব বছরের জন্য সকল শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ এবং পরিচালক বা উদ্যোক্তা ব্যাতীত শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।

২০১৯-২০২০ হিসাব বছরে ডিপিজিএসএল এর শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.০৮ টাকা । ৩০ জুন ২০২০ শেয়ার প্রতি নীট সম্পদের মূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৪৪.৬৮ টাকা এবং শেয়ার প্রতি নীট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়ায় ১৬.৬৩ টাকা।

ডরিন পাওয়ার ২০১৬ সালে পুঁজি বাজারে তালিকা ভুক্ত হয় । এজিএমের আগ পর্যন্ত কোম্পানির পরিশোধিত মুলধন ছিল ১৩১ কোটি ২৬ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৬৬.৬১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১.৪৯ শতাংশ, বৈদেশিক বিনিয়োগকারীদের কাছে ০.৭০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে বাকি ১১.৮৩ শতাংশ শেয়ার।

সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজার দরের ভিত্তিতে শেয়ারটির মূল্য-আয় অনুপাত বা পিই রেশিও ১০.০৩। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ৬.৯০। প্রেস বিজ্ঞপ্তি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ