সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি অটোকারস লিমিটেড। গতকাল রোববারও কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধির শীর্ষে ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, প্রতিষ্ঠানটির শেয়ার ৯ দশমিক ৯৪ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটির ৭৫২ বারে ১ লাখ ৩ হাজার ১৬৯টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ৯০ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা এশিয়া ইন্সুরেন্স লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৬৪ শতাংশ। প্রতিষ্ঠানটি ১ হাজার ২৫৬ বারে ২৪ লাখ ৭৬ হাজার ৯৯৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ১১ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৩৯ শতাংশ। প্রতিষ্ঠানটি ৭৬৯ বারে ৪৭ হাজার ৪৪৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৩৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- সাফকো স্পিনিংয়ের ৮ দশমিক ১০ শতাংশ, সী পার্লের ৭ দশমিক ৯৮ শতাংশ, সিটি জেনারেল ইন্সুরেন্সের ৭ দশমিক ৮০ শতাংশ, মুন্নু জুটের ৭ দশমিক ৪৯ শতাংশ, এমএল ডাইংয়ের ৭ দশমিক ২১ শতাংশ, ইস্টার্ণ কেবলসের ৭ দশমিক ১৭ শতাংশ ও পূরবী জেনারেল ইন্সুরেন্সের ৬ দশমিক ৬৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।
শেয়ারবার্তা / আনিস