1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পুঁজিবাজারে আসছে একমি পেস্টিসাইডস
রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০১ পিএম

পুঁজিবাজারে আসছে একমি পেস্টিসাইডস

  • আপডেট সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
acme-APL

ব্যবসাসম্প্রারণের লক্ষ্যে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসতে চায় একমি পেস্টিসাইডস লিমিটেড। এ লক্ষ্যে সম্প্রতি কোম্পানিটি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে। কমিশন অনুমোদন দিলে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করবে প্রতিষ্ঠানটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, একমি পেস্টিসাইডস ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করতে চায়। পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানির কারখানায় ভবন নির্মাণ, ব্যাংক ঋণ, নতুন যন্ত্রপাতি স্থাপন, ইলেক্ট্রিক ইস্টলেশন, আইপিও খরচ খাতে ব্যয় করবে।

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানির নিট মুনাফা হয়েছে ১৯ কোটি ৪৭ লাখ ২৮ হাজার টাকা। আলোচ্য সময়ে কোম্পানির বেসিক শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা, ডাইলুটেড ইপিএস ১ টাকা ৮৫ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে (এনএভি) ১৬ টাকা ৩৬ পয়সা।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১০৫ কোটি টাকা, আইপিও পরবর্তী পরিশোধিত মূলধন দাঁড়াবে ১৩৫ কোটি টাকা।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ