1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পুঁজিবাজার
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:২৩ এএম

ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পুঁজিবাজার

  • আপডেট সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
DSE

গত কয়েকদিনের চাঙ্গায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধনে (সিকিউরিটিজের দাম) ইতিহাস সৃষ্টি হয়েছে। রবিবার (২৭ ডিসেম্বর) ডিএসইর বাজার মূলধন স্টক এক্সচেঞ্জটির ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে।

এদিন পুঁজিবাজারের বড় উত্থানে ডিএসইর বাজার মূলধন ৪ লাখ ৩৯ হাজার ৩৯৭ কোটি ৭৬ লাখ টাকায় উঠে গেছে। যা ডিএসইর ইতিহাসের বা এ যাবত কালের সর্বোচ্চ।

আগের দিন (বৃহস্পতিবার) ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ২৫ হাজার ৭৯৪ কোটি ৫৫ লাখ ৮০ হাজার টাকায়। যা আজ ১৩ হাজার ৬০৩ কোটি ২০ লাখ ৬৪ হাজার টাকা বেড়ে ৪ লাখ ৩৯ হাজার ৩৯৭ কোটি ৭৬ লাখ ৪৪ হাজার টাকায় দাঁড়িয়েছে।

এর আগে ২০১৮ সালের ১ জানুয়ারি সর্বোচ্চ বাজার মূলধন ছিল। ওইদিন ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ২৮ হাজার ৫০৯ কোটি ৫৫ লাখ টাকা।

বছরের শেষ দিকে এসে পুঁজিবাজার চাঙ্গাভাব দেখা যাচ্ছে। বাজারে নতুন অর্থ প্রবেশে বড় ইতিবাচক প্রভাব পড়ছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন। এছাড়া মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটার লেনদেন শুরুতে ইতিবাচক প্রভাব পড়ছে বলে তারা মনে করছেন। আর এই ইতিবাচকতায় বাজার মূলধন উঠে এসেছে সর্বোচ্চ পর্যায়ে।

দেখা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১০ পয়েন্ট। এর আগে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ৮৫ পয়েন্ট ও ২৩ ডিসেম্বর ৩৫ পয়েন্ট বেড়েছিল। এই উত্থানে সূচকটি গত দেড় বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ