ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনে অংশ নেয়া ৯৪টির বার ২৬.৫৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সর্বেোচ্চ বেড়েছে শাইনপুকুর সিরামিকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, আগেরদিন মঙ্গলবার শাইনপুকুর সিরামিকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৬ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২৮.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৬০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে শাইনপুকুর সিরামিক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফনিক্স ইন্স্যুরেন্সর ৯.৮৮ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৯.৮৫ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯.৭৭ শতাংশ, বেক্সিমকোর ৯.৩৫ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৮.১৮ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৬.৫৫ শতাংশ, লাফার্জহোলসিমের ৬.১০ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৫.৪৭ শতাংশ এবং সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৫.১৮ শতাংশ বেড়েছে।