1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের পরিচালকদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৯ পিএম

ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের পরিচালকদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
indo-bangla

পুজিবাজার তালিকাভুক্ত ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের পরিচালক এএফএম আনোয়ারুল হক (সাব্বির) ও অন্য পরিচালকদের যোগসাজোশে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে কোম্পানির অন্য অংশীদারদের সম্পত্তি ও ব্যবসার অংশ আত্মসাতের অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী। যা নিয়ে আদালতে মামলাও করা হয়েছে।

এ বিষয়ে সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়ে জানিয়েছেন ভুক্তভোগী এএফএম সানোয়ারুল হক (সগীর)।

চিঠিতে তিনি জানিয়েছেন, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ব্যবসা প্রতিষ্ঠানের অর্ধাংশের মালিক এএফএম সানোয়ারুল হক (সগীর)। তার ব্যবসার অংশ তারই ভাই এএফএম আনোয়ারুল হক কতিপয় নামধারী পরিচালকদের যোগসাজোশে আত্মসাত করেছে। যে প্রতিষ্ঠানটিকে প্রতারণার মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত করে সাধারন জনগনের টাকা আত্মসাৎ করা হচ্ছে।

ওই জাল-জালিয়াতির বিরুদ্ধে সগীর বাদী হয়ে বরিশাল বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা দায়ের করেছেন। যার নম্বর ২৭৬/২০২০। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনার জন্য চিঠিতে কমিশনের চেয়ারম্যানকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে কোম্পানি সচিব মহি উদ্দিন বলেন, এটি তাদের ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা। এ নিয়ে আমার কোন বক্তব্য দেওয়া ঠিক হবে না।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ