পর্ষদ ঘোষিত ৪৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোহিনূর কেমিক্যাল লিমিটেডের শেয়ারহোল্ডাররা। বিদায়ী বছরের ২০১৯-২০২০ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ বোনাস ও ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদন করেছে।
আজ সোমবার (২১ ডিসেম্বর) কোম্পানির ৩৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এই প্রস্তাব অনুমোদন করে। ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম। সভায় আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক কাজী মামুন-উল-আশরাফ ও লে. কর্নেল কামাল আহমেদ, পিএসসি (অব.), কোম্পানি সচিব শামীম কবীর ও সিএফও আবু বকর সিদ্দিক ।
সভায় ২০১৯-২০২০ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরনী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।