সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৬০ শতাংশ , বেক্সিমকো ৯ দশমিক ২২ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৮ দশমিক ৭২ শতাংশ, মোজাফ্ফর হোসেনের ৮ দশমিক ৫১ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৬৫ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৬৩ শতাংশ ও একটিভ ফাইনের ৬ দশমিক ৪৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫০ শতাংশ। কোম্পানিটি ১ বারে ৩৬ লাখ ৫০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা ইফাদ অটোসের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৪১ বারে ৩২ লাখ ২৯ হাজার ৬৭৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৬৩ লাখ টাকা।
তৃতীয়স্থানে থাকা ন্যাশনাল ফিডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৬৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৪ বারে ৮২ লাখ ৬৩ হাজার ৬২০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ২৩ লাখ টাকা।