1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে এক্সিম ব্যাংক
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৪১ এএম

৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে এক্সিম ব্যাংক

  • আপডেট সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
Exim

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এক্সিম ব্যাংক লিমিটেড মুদারাবা সাবওর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। বন্ড ইস্যু করে পুঁজিবাজার থেকে ব্যাংকটি ৫০০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ রোববার (২০ ডিসেম্বর) ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বন্ডটির উত্তোলিত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি টায়ার-টু এর মূলধন ভিত্তি শক্তিশালী করবে। বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বন্ডটির চূড়ান্ত অনুমোদন দিবে।

যা শুধু আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, করপোরেট হাউজ, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড এবং সাধারণ বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই ইউনিট কিনতে পারবে।

এর আগের এক্সিম ব্যাংক ২০১৭ সালে পুঁজিবাজার থেকে বন্ড ইস্যুর মাধ্যমে ৪০০ কোটি টাকা উত্তোলন করেছিল। বিএসইসির ৫৯৭তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বন্ডটির বৈশিষ্ট্য ছিল শেয়ারে রূপান্তরযোগ্য নয় এবং মুদারাবা সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি মেয়াদও ছিল ৭ বছর।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ