1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ধারাবাহিক উত্থানে বেক্সিমকোর দুই শেয়ার
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ পিএম

ধারাবাহিক উত্থানে বেক্সিমকোর দুই শেয়ার

  • আপডেট সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
beximco

গত তিন সপ্তাহ যাবত ধারাবাহিক উত্থানে রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকোর দুই শেয়ার-বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মা। সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে লেনদেনের নেতৃত্বেও কোম্পানি দুটি ধারাবাহিকভাবে আধিপত্য বিস্তার করে চলেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

প্রাপ্ত তথ্যমতে, গত দুই কার্যবিদস (বৃহস্পতিবার ও আজ রোববার) পুঁজিবাজারের পতন হলেও কোম্পানি দুটির শেয়ার দরে ছিল বেশ চাঙ্গাভাব। উভয় দিনই শেয়ার দুটি ডিএসইতে দর বৃদ্ধির তালিকায়ও অর্ন্তভুক্ত ছিল এবং লেনদেনের শীর্ষ তালিকায় ১ম ও ২য় স্থান দখল করেছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত তিন সপ্তাহে বেক্সিমকো লিমিটেডের দর বেড়েছে ১২.৪০ টাকা বা ৫৫.৬০ শতাংশ। অন্যদিকে, গত চার সপ্তাহে বেক্সিমকো ফার্মার দর বেড়েছে ৩১ টাকা বা ২৩.৭২ শতাংশ। গত ২৫ নভেম্বর বেক্সিমকো লিমিটেডের দর ছিল ২২.৩০ টাকা। আজ শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৪.৭০ টাকায়। আর গত ১০ নভেম্বর বেক্সিমকো ফার্মার দর ছিল ১৩০.৭০ টাকা। আজ শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৬১.৭০ টাকায়।

এদিকে, বেক্সিমকো লিমিটেড ফ্লোর প্রাইস ১৩ টাকা থেকে উঠেছে ৩৪.৭০ টাকায় এবং বেক্সিমকো ফার্মা ফ্লোর প্রাইস ৬০.২০ টাকা থেকে উঠেছে ১৬১.৭০ টাকায়। ফ্লোর প্রাইস থেকে বেক্সিমকো লিমিটেডের দর বেড়েছে ২১.৭০ টাকা বা ১৬৬.৯২ শতাংশ এবং বেক্সিমকো ফার্মার দর বেড়েছে ১০১.৫০ টাকা বা ১৬৮.৬০ শতাংশ।

গত প্রায় চার মাস যাবত ডিএসইর লেনদেনের নেতৃত্বে রয়েছে বেক্সিমকোর এই দুই শেয়ার। প্রতি সপ্তাহেই কোম্পানি দুটির শেয়ার ডিএসইর মোট লেনদেনের ১২-১৫ শতাংশ দখল করে রেখেছে। প্রতিদিনই কোম্পানি দুটির শেয়ার ঘুরেফিরে লেনদেনের শীর্ষ স্থান দখল করে রাখছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানি দুটির শেয়ারে বিনিয়োগকারীদের বাঁধভাঙ্গা আগ্রহ থাকার কারণেই কোম্পানি দুটির শেয়ার দরে এবং লেনদেনে এমন উল্লম্ফনে দেখা মিলছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ