পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোসের উদ্যোক্তা পরিচালক ইফতেখার আহমেদ টিপু ২ কোটি শেয়ার বেচার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, ইফতেখার আহমেদের কাছে কোম্পানির মোট ৮ কোটি ২৮ লাখ ৮৮ হাজার ১৬২টি শেয়ার আছে। এর মধ্যে থেকে ২ কোটি শেয়ার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বিক্রি করতে পারবে এই উদ্যোক্তা পরিচালক।
উল্লেখ্য, ইফাদ অটোসের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৬২.৭৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০.৬৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ২.৭৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৩.৮০ শতাংশ শেয়ার আছে।