1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
লক ফ্রি নাহি অ্যালুমিনিয়ারেম ১ কোটি ৯০ লাখ শেয়ার
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৫৮ পিএম

লক ফ্রি নাহি অ্যালুমিনিয়ারেম ১ কোটি ৯০ লাখ শেয়ার

  • আপডেট সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
Nahee-Alu

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়ামের ১ কোটি ৯০ লাখ শেয়ার লক ফ্রি বা বিক্রয়যোগ্য হচ্ছে। আগামী ২৪ ডিসেম্বর প্রতিষ্ঠানটির শেয়ারগুলো লক ফ্রি হবে। ইবিএল সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, ২০১৭ সালের ২৪ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০৮তম সভায় নাহি অ্যালুমিনিয়ামের আইপিও অনুমোদন দেওয়া হয়। অভিহিত মূল্যে কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে মোট ১৫ কোটি টাকা সংগ্রহ করে।

২০১৭ সালে ২৪ ডিসেম্বর পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু করে। সেই হিসাবে আগামী ২৪ ডিসেম্বর লক ইন শেয়ারের মেয়াদ তিন বছর পুর্তি হবে।

পাবলিক ইস্যু রুলস অনুযায়ি, উদ্যোক্তা/পরিচালক ও ১০ শতাংশ বা তার বেশি শেয়ারধারনকারীদের জন্য ৩ বছর লক-ইন প্রযোজ্য হবে। এছাড়া উদ্যোক্তা/পরিচালক ও ১০ শতাংশ বা তার বেশি শেয়ারধারনকারীদের হস্তান্তরকৃত শেয়ারে লক-ইন ৩ বছর, আইপিও অনুমোদনের ৪ বছর পূর্বে ইস্যুকৃত শেয়ারে ১ বছর, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডের ক্ষেত্রে ১ বছর ও বাকি অন্যসব শেয়ারে ২ বছর লক-ইন রাখা হবে। আর আইপিওতে প্রাপ্ত যোগ্য বিনিয়োগকারীদের মোট শেয়ারের ৫০ শতাংশ লক-ইন থাকে। এরমধ্যে ২৫ শতাংশ শেয়ারে ৬ মাস ও বাকি ২৫ শতাংশ শেয়ারে ৯ মাস লক-ইন থাকে। যা কোম্পানির লেনদেনের প্রথম দিন থেকে হিসাবযোগ্য।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ