বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির এক কোটি ৪৮ লাখ ৬৩ হাজার ৩৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩১ কোটি ৭ লাখ ৬২ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ডিএসইর লেনদেনে কোম্পানিটির অবদান রয়েছে ৬.৩১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেন তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭ কোটি ১ লাখ ২৪ হাজার ৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২৬ কোটি ৩৩ লাখ ৯৬ হাজার টাকায় লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের ৬.১৮ শতাংশ।
এরপরের অবস্থানে ছিল আইএফআইসি ব্যাংক লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২ কোটি ৯৭ লাখ ২৪ হাজার ২৪১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬২ কোটি ৬৪ লাখ ১৮ হাজার টাকায, যা ডিএসইর মোট লেনদেনের ৪.৪৪ শতাংশ।
তালিকার চতুর্থ অবস্থানে থাকা রূপালী ইন্সুরেন্সের ২ কোটি ৬ লাখ ৪৭ হাজার ৪১৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯২ কোটি ১০ লাখ ৮৮ হাজার টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ২.৫২ শতাংশ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে-ফরচুন সুজ, ওয়ালটন হাইটেক, ডমিনেজ স্টিল, ম্যারিকো বাংলাদেশ ও বাংলাদেশ সাবমেরিন কেবলস লিমিটেড।