প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির ক্ষেত্রে দাপট দেখিয়েছে দীর্ঘদিন ফ্লোর প্রাইসে আটকে থাকা কোম্পানি জেএমআই সিরিঞ্জ। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৩.০১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেল সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর দাঁড়িয়েছে ৪৮৬.৬০ টাকায়। সপ্তাহের শুরুতে শেয়ারটির উদ্বোধনী দর ছিল ৩৯৯.১০ টাকা। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৪৮ লাখ ১১ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৮ কোটি ৩৭ লাখ ১১ হাজার টাকা।
আলোচ্য সপ্তাহে দর বৃদ্ধির দ্বিতীয় কোম্পানি ছিল সোনালী আঁশ। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে ২১.৯২ শতাংশ। সপ্তাহের শুরুতে শেয়ারটির উদ্বোধনী দর ছিল ২৮২ টাকা। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৯০ লাখ ৬২ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ২ কোটি ৪৭ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।
ডমিনেজ স্টিল ১৮.৬৬ শতাংশ দর বৃদ্ধি নিয়ে দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির উদ্বোধনী দর ছিল ৩৫.৯০ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে দর দাঁড়িয়েছে ৪২.৬০ টাকা। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭২ কোটি ৮৫ লাখ ৬৮ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ১৮ কোটি ২১ লাখ ৪২ হাজার টাকা।
এছাড়া গেল দর বৃদ্ধির অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে- এসএস স্টিল ১৬.৭৮ শতাংশ, ওয়ালটন হাইটেক ১৬.০৮ শতাংশ, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড ১৪.৬৩ শতাংশ, মিরাকল ইন্ডাষ্ট্রিজ ১২.৫০ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিং ১১.৭২ শতাংশ, ইস্টা্র্ন লুব্রিকেন্ট ১০.৫৭ শতাংশ এবং এমআই সিমেন্ট ১০.৫০ শতাংশ।