বিশ্বব্যাংক গ্রুপে অন্তর্ভুক্ত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) বৈশ্বিক কারবারি অর্থায়ন কর্মসূচিতে ইকুইপমেন্ট ট্রেডের জন্য ইস্টার্ন ব্যাংক লিমিটেডকে (ইবিএল) দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠ অংশীদার হিসেবে স্বীকৃতি দিয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত আইএফসি’র ৯ম ট্রেড অ্যাওয়ার্ডসে উদীয়মান মার্কেটগুলোতে তাদের অংশীদারদের নেতৃস্থানীয় ভূমিকাকে স্বীকৃতি প্রদান করা হয়। গ্রাহকদের আন্তর্জাতিক বাণিজ্য, অফসোর ব্যাংকিং এবং বৈদেশিক মুদ্রা সংক্রান্ত চাহিদা মিটাতে ইবিএল দীর্ঘদিন যাবত আইএফসি’র বিভিন্ন সুবিধা গ্রহণ করে আসছে।
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এ প্রসঙ্গে বলেন, এটি আমাদের জন্য একটি সম্মানের ব্যাপার। বিশ্বব্যাপী করেসপন্ডেন্ট ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়ন অংশীদারদের (ডিএফআই) সঙ্গে স্থাপিত সম্পর্কের ওপর ভিত্তি করে ইবিএল দক্ষতার সঙ্গে ও কার্যকরভাবে দেশের ব্যবসায়িক কার্যক্রমে যে ভূমিকা রাখছে তা এ স্বীকৃতির মাধ্যমে প্রতিফলিত হয়েছে। আমাদের এ জাতীয় কার্যক্রমের মধ্য দিয়ে গ্রাহক, ডিএফআই, করেসপন্ডেন্ট ব্যাংকসমূহ এবং ইবিএল-সকলের লাভ নিশ্চিত হয়েছে।
আইএফসির বৈশ্বিক বাণিজ্য অর্থায়ন কর্মসূচির প্রধান (চলতি দায়িত্বে) মাকিকো টয়োডা তার বক্তব্যে সংস্থাটির কর্মসূচিতে ইবিএল-এর অংশীদারী ভূমিকার প্রশংসা করেন। গ্রাহকদের স্বল্প ও দীর্ঘ মেয়াদি চাহিদা পূরণের লক্ষ্যে আইএফসি, এডিবি, ডিইজি এবং এফএমও-সহ বিভিন্ন উন্নয়ন অর্থায়ন সংস্থাগুলোর সংঙ্গে ইবিএল বহু দিন ধরে কাজ করে আসছে।
উল্লেখ্য, এডিবি সম্প্রতি ইবিএলকে শীর্ষস্থানীয় এসএমই ট্রেড ব্যাংক ২০২০ পুরস্কার ভূষিত করে। এ ছাড়াও করোনা মহামারিকালে আইএফসি এবং এডিবি ইবিএল এর সাথে সহযোগিতা আরও জোরদার করেছে। ডিইজি, এফএমও এবং ওইএবি ইবিএলকে নতুন ধরনের বিভিন্ন সুবিধা প্রদানে এগিয়ে এসেছে।