1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বেক্সিমকোতেই বিনিয়োগকারীদের আগ্রহ
রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫১ এএম

বেক্সিমকোতেই বিনিয়োগকারীদের আগ্রহ

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
Beximco Pharma--

বেক্সিমকোতেই বিনিয়োগকারীদের আগ্রহ। এ কারণে ঘুরে-ফিরে বেক্সিমকো লিমিটেডই লেনদেনে সেরা। কোম্পানিটি প্রায় দুই মাস ধরে এ তালিকায় অদ্বিতীয়। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্রতিষ্ঠানটি।

প্রাপ্ত তথ্যমতে, বৃহস্পতিবার বেক্সিমকো লিমিটেডের ৪৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৩২ টাকায় বেচাকেনা হয়েছে।

ডিএসইর লেনদেনের শীর্ষ ২০ কোম্পানির তালিকায় দ্বিতীয় স্থানে আছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির ৪২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৫৪ টাকা ৮০ পয়সায় বেচাকেনা হয়েছে।

তৃতীয় স্থানে আছে আইএফআইসি ব্যাংক। কোম্পানিটির ২৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১২ টাকা ৯০ পয়সায় বেচাকেনা হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে — ন্যাশনাল পলিমার, ডমিনেজ স্টিল, এসএস স্টিল, জেএমআই সিরিঞ্জ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স লিমিটেড, গ্রামীণফোন, রূপালী ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, লাফার্জহোলসিম বাংলাদেশ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মা, রিপাবলিক ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ