পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিটিক্যালসের পরিচালক মোরশেদা আহমেদ শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, মোরশেদা আহমেদ সেন্ট্রাল ফার্মার ৪৯ লাখ ২৫ হাজার ৮১৫ টি শেয়ার কিনবে। আগামী ৩০ কর্মিদিবসের মধ্যে পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে মোরশেদা আহমেদ।
উল্লেখ্য, সেন্ট্রাল ফার্মার মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ২৫.৮৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২.৪৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬১.৬৬ শতাংশ শেয়ার আছে।