1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪২ এএম

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

  • আপডেট সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
credit-rating

ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড (ক্রিসেল) ও ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) তিন কোম্পানির ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটি হচ্ছে- রিজেন্ট টেক্সটাইল লিমিটেড, স্টাইল ক্রাফট লিমিটেড এবং বারাকা পাওয়ার লিমিটেড।

রিজেন্ট টেক্সটাইল লিমিটেড: কোম্পানিটি দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ‘এ মাইনাস’ আর স্বল্প মেয়াদে রেটিং পেয়েছে ‘এসটি-৪’। ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে। আর এই রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড (ক্রিসেল)।

২০১৫ সালে তালিকাভুক্ত হয় ‘বি’ ক্যাটেগরির এ কোম্পানিটি। কোম্পানির ১৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১২৭ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১৬৫ কোটি ৫৭ লাখ টাকা।

কোম্পানির মোট ১২ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ৭৫০ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৫৪ দশমিক ৫৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক ছয় দশমিক ২০ শতাংশ ও বাকি ৩৯ দশমিক ২৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।

স্টাইলক্রাফট লিমিটেড: কোম্পানিটি রেটিং পেয়েছে ‘বিবিবি ওয়ান’। ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ব্যাংক ঋণের অবস্থান এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে। আর এই রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১২ কোটি ৬২ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ২০ কোটি ৭৪ লাখ টাকা।

কোম্পানিটির মোট এক কোটি ২৬ লাখ ২২ হাজার ৫০০টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৪২ দশমিক ৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক শূন্য দশমিক ১৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৫৭ দশমিক ৪৮ শতাংশ শেয়ার রয়েছে। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে মূল্য আয় অনুপাতে ২০ দশমিক শূন্য এক।

বারাকা পাওয়ার লিমিটেড: কোম্পানিটি দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ‘এএ ওয়ান’। ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ নভেম্বর ২০২০ তারিখে ব্যাংক ঋণের অবস্থান এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে। আর এ রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

কোম্পানিটি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির ৪০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ২২০ কোটি ছয় লাখ ১০ হাজার টাকা। কোম্পানির মোট ২২ কোটি ৬১ হাজার ৩৬৬টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে ৩১ দশমিক শূন্য তিন শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের, প্রাতিষ্ঠানিক ২৭ দশমিক ৭৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৪১ দশমিক ২০ শতাংশ শেয়ার রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ