1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সবচেয়ে বেশি দর বেড়েছে সিএপিএম মিউচ্যুয়াল ফান্ডের
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:০৬ পিএম

সবচেয়ে বেশি দর বেড়েছে সিএপিএম মিউচ্যুয়াল ফান্ডের

  • আপডেট সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
mutual-fund

দেশের পুঁজিবাজারে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দাপট দেখিয়েছে মিউচ্যুয়াল ফান্ড। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, আগের দিনের চেয়ে ফান্ডটির প্রতি ইউনিটের দর ২ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। ফান্ডটির প্রতি ইউনিট সর্বশেষ ২২ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন ফান্ডটি ৪ কোটি ২২ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৭৫ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৫২ টাকা ৯০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির সর্বমোট ২৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানির শেয়ার আগের দিনের চেয়ে ২৬ টাকা ৩০ পয়সা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩২৭ টাকা ২০ পয়সায় বেচাকেনা হয়েছে।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রেনউইক যজ্ঞেশ্বর, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সেন্ট্রাল ফার্মা, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ওয়াটা কেমিক্যাল এবং জেমিনি সি ফুড লিমিটেড।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ