1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সামিট পাওয়ারের ডিভিডেন্ড অনুমোদন
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪২ পিএম

সামিট পাওয়ারের ডিভিডেন্ড অনুমোদন

  • আপডেট সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য যথাক্রমে ১৫ শতাংশ অন্তর্বতী ক্যাশ ডিভিডেন্ড এবং ২০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ডসহ মোট ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে। সোমবার ২৩তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে এই ডিভিডেন্ড অনুমোদন করা হয়।

সভায় সামিট পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, ‘ইতোমধ্যে বাংলাদেশের ১৭ কোটি মানুষের মাঝে বিদ্যুৎ পৌঁছেছে। কিন্তু কোয়ালিটি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ইন্ডাস্ট্রিগুলোতে পৌঁছাতে হলে আমাদের সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার আরও উন্নয়ন প্রয়োজন। আমাদের সরকারের কাছে অনুরোধ রইলো- যেন বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা উন্নয়নে বেসরকারি খাতকেও সহযোগী করেন।’

সামিট পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. লতিফ খান, পরিচালকবৃন্দের মধ্যে ছিলেন আঞ্জুমান আজিজ খান, মো. ফরিদ খান, আয়েশা আজিজ খান, ফয়সাল করিম খান, আজিজা আজিজ খান, হেলাল উদ্দীন আহমেদ, আরিফ আল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক লে. জে. (অব.) প্রকৌশলী আবদুল ওয়াদুদ।

এ ছাড়া স্বতন্ত্র পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ সিদ্দীকী, জুনায়েদ আহমেদ চৌধুরী এবং ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার অ্যান্ড কোম্পানির সেক্রেটারি স্বপন কুমার পাল এফসিএ-সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ