1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
লেনদেনের নেতৃত্বে বেক্সিমকোর দুই কোম্পানি
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৫২ এএম

লেনদেনের নেতৃত্বে বেক্সিমকোর দুই কোম্পানি

  • আপডেট সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
beximco

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মা লিমিটেডের লেনদেন হয়েছে ১৩২ কোটি ১৩ লাখ টাকা। বেক্সিমকোর এই দুই কোম্পানির লেনদেন ছিল আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের প্রায় ১৩.৫০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বেক্সিমকোর দুই কোম্পানি ডিএসইতে আজ লেনদেনের নেতৃত্বে ছিল। কোম্পানি দুটি ডিএসই লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

আজ বেক্সিমকো লিমিটেডের লেনদেন হয়েছে ২ কোটি ১০ লাখ ৭৮ হাজার ১৯৯টি শেয়ার। যার বাজার মূল্য ৬৭ কোটি ৮২ লাখ ৭২ হাজার টাকা। আগেরদিন (রোববার) কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছিল ১ কোটি ৪৭ লাখ ৯২ হাজার ১১৩টি। আগেরদিনের তুলনায় আজ কোম্পানিটির শেয়ার লেনদেন বেড়েছে ৬২ লাখ ৮৬ হাজার ৮৬টি বা ৪২.৪৯ শতাংশ।

অন্যদিকে, বেক্সিমকো ফার্মার আজ লেনদেন হয়েছে ৪১ লাখ ৬ হাজার ৫৯৪টি শেয়ার। যার বাজার মূল্য ৬৪ কোটি ৩০ লাখ ৪৮ হাজার টাকা। আগেরদিন (রোববার) কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছিল ৩৪ লাখ ২৬ হাজার ২৭৫টি। আগেরদিনের তুলনায় আজ কোম্পানিটির শেয়ার লেনদেন বেড়েছে ১৬ লাখ ৮০ হাজার ৩১৯টি বা ৪৯.০৪ শতাংশ।

এদিকে, আজ বেক্সিমকো লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১.৭০ টাকা ৫.৪৩ শতাংশ এবং বেক্সিমকো ফার্মার শেয়ার দর বেড়েছে ৮.৮০ টাকা বা ৫.৮৬ শতাংশ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ