২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে কেয়া কসমেটিকস লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য দুই শতাংশ বোনাস লভ্যাংশ দেবে কোম্পানিটি। আর ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য কোনো লভ্যাংশ না দেয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা এবং ৩০ জুন তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ পয়সা। আর শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২ টাকা ৫ পয়সা লোকসান। আগের বছর একই সময়ে ছিল যথাক্রমে ১২ টাকা ৯৪ পয়সা (লোকসান), দুই পয়সা এবং ৯৮ পয়সা (লোকসান)। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ১৯ জানুয়ারি (বেলা সাড়ে ১০টায় ২০১৯ সালের এবং দুপুর ১২টায় ২০২০ সালের জন্য) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ জানুয়ারি।
এর আগে সর্বশেষ ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ২১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা দুই পয়সা।
এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল কোম্পানিটির শেয়ারদর ১০ দশমিক ২৯ শতাংশ বা ৭০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৬ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ৬ টাকা ১০ পয়সা। দিনজুড়ে এক কোটি ৩২ লাখ ৯২ হাজার ৫৯৪টি শেয়ার মোট দুই হাজার ৭৫৫ বার হাতবদল হয়, যার বাজারদর ৮ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ৫ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ৬ টাকা ২০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ২ টাকা ২০ পয়সা থেকে ৮ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে।
কোম্পানিটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘জেড’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির এক হাজার ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার ১০২ কোটি ৩২ লাখ টাকা। কোম্পানির মোট ১১০ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩২৬টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে ৪৬ দশমিক ২৭ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের, প্রাতিষ্ঠানিক ৭ দশমিক ৬০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে ৪৬ দশমিক ১৩ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য-আয় অনুপাতে পাঁচ দশমিক শূন্য চার এবং হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে ২৫ দশমিক ৪২।