1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
এসআইবিএলের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:১৫ এএম

এসআইবিএলের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

  • আপডেট সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার মুদারাবা পারপিচ্যুয়াল বন্ডের মূল্য কমন শেয়ারে রূপান্তরের বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানির ৯ম বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ব্যাংকের শেয়ারহোল্ডাররা এ বন্ড অনুমোদন করেন।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিশেষ সাধারণ সভায় ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা থেকে বৃদ্ধি করে ৩ হাজার কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংকের শর্তানুযায়ী প্রস্তাবিত ৫০০ কোটি টাকার মুদারাবা পারপিচ্যুয়াল বন্ডের মূল্য কমন শেয়ারে রূপান্তরের বিষয়টি অনুমোদন করা হয়।

সভায় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী ও ব্যাংকের কোম্পানি সচিব আব্দুল হান্নান খান। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দও উপস্থিত ছিলেন।

পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ ব্যাংকের প্রতি আস্থা, সহযোগিতা এবং সঠিক দিকনির্দেশনা প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, শেয়ারহোল্ডার, স্টেকহোল্ডারসহ অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী উল্লেখ করেন, বর্তমানে সোশ্যাল ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের সঠিক এবং সময়োপযোগী সিদ্ধান্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ