1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
আইপিও আবেদন নিয়ে কমিটির প্রথম বৈঠক আজ
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:২৭ এএম

আইপিও আবেদন নিয়ে কমিটির প্রথম বৈঠক আজ

  • আপডেট সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
BSEC

এখন থেকে কোনো বিনিয়োগকারী খালি হাতে ফিরবে না। কারণ আইপিওতে আবেদন করলে পাওয়া যাবে শেয়ার। এমনভাবে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সহজ করতে গঠিত কমিটি আজ রোববার (১৩ ডিসেম্বর) বিকেলে প্রথম বৈঠকে বসেছেন। আগারগাঁও সিকিউরিটিজ কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক মনসুর রহমানের সভাপতিত্বে ডিএসই, সিএসই ও সিডিবিএল এর দুজন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন।

প্রাপ্ত তথ্যমতে, নিয়ম অনুযায়ী পুঁজিবাজার আসা কোম্পানিগুলোর আইপিওতে অতিরিক্ত আবেদন পড়লে লটারির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে শেয়ার বরাদ্ধ দেওয়া হয়।

এই নিয়ম পরিবর্তন করে আবেদনকারী সব বিনিয়োগকারীরা যাতে শেয়ার পায় সে ব্যবস্থা করতে যাচ্ছে কমিশন। বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে।

আইপিও প্রক্রিয়া সহজ করতে পাবলিক ইস্যু রুল ২০১৫ কিছুটা পরিবর্তন করতে যাচ্ছে বিএসইসি। পরিবর্তিত আইনের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে আইপিও প্রক্রিয়া শেষ করা, সব আবেদনকারী আইপিও’র শেয়ার পাওয়া নিশ্চিত করা, একটি বেনিফিসারি ওনার্স (বিও) হিসাবের মাধ্যমে আইপিও আবেদনের সীমা নির্ধারণ করা হতে পারে। একই সাথে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মতো আইপিওতে আবেদন করতে বাজারে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগে কিছুটা সহজ শর্ত দেওয়া হতে পারে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ