1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
দাম কমার শীর্ষে ‘এ’ ক্যাটাগরির প্রাধান্য
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:২৭ এএম

দাম কমার শীর্ষে ‘এ’ ক্যাটাগরির প্রাধান্য

  • আপডেট সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে দাম কমার শীর্ষে প্রাধান্য রয়েছে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি। দাম কমার শীর্ষ থাকা ১০টি কোম্পানির মধ্যে ১০টিই ‘এ’ ক্যাটাগরির। শনিবার (১২ ডিসেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, বিদায়ী সপ্তাহে দাম কমার শীর্ষে অবস্থান করছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডটির সর্বোচ্চ ইউনিট কমেছে ১৩.১৪ শতাংশ। সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট সর্বমোট ১৯ কোটি ৭০ লাখ ১৫ হাজার টাকা লেনদেন হয়, যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৯৪ লাখ ৩ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ল্যাম্পস। কোম্পানির প্রতিটি শেয়ার সর্বোচ্চ দাম কমেছে ৮.৬৮ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানির শেয়ার সর্বমোট ১৭ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার টাকা লেনদেন হয়, যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৫১ লাখ ৭৩ হাজার ৬০০ টাকা।

তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১। ফান্ডনির প্রতিটি ইউনিট সর্বোচ্চ দাম কমেছে ৮.৪৯ শতাংশ। সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট সর্বমোট ৫ কোটি ৩২ লাখ ৯৪ হাজার টাকা লেনদেন হয়, যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা।

চতুর্থ স্থানে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স। কোম্পানির প্রতিটি শেয়ার সর্বোচ্চ দাম কমেছে ৮.১৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দাম সর্বমোট ৪ কোটি ২ লাখ ৩৮ হাজার টাকা লেনদেন হয়, যা গড়ে প্রতিদিন ৮০ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা।

পঞ্চম স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং। কোম্পানির প্রতিটি শেয়ার সর্বোচ্চ দাম কমেছে ৭.৬৮ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানির শেয়ার সর্বমোট ১১ কোটি ৬০ লাখ ৩৪ হাজার টাকা লেনদেন হয়, যা গড়ে প্রতিদিন ২ কোটি ৩২ লাখ ৬ হাজার ৮০০ টাকা।

এছাড়া, তালিকার ষষ্ঠ স্থানে প্রগতি ইন্স্যুরেন্স, সপ্তম স্থানে এশিয়া ইন্স্যুরেন্স, অষ্টম স্থানে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, নবম স্থানে নিটল ইন্স্যুরেন্স এবং দশম স্থানে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ