পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিমেস্টমস লিমিটেডের শেয়ার দর টানা এক সপ্তাহ বা ৭ কর্মদিবস ধরে বেড়েছে। গত এক সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ২০ টাকা ৯০ পয়সা বা ১৩৯ শতাংশ।
এদিকে আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডমিনেজ স্টিল টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ তালিকায় অবস্থান করছে। আজ কোম্পানিটির দর ৩ টাকা ২০ পয়সা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ৩৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৬৮ বারে ১ লাখ ৬৯ হাজার ২৩১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬০ লাখ ৮০ হাজার টাকা।
প্রসঙ্গত, ডমিনেজ স্টিল গত ২ ডিসেম্বর পুঁজিবাজারে লেনদেন শুরু করে ১৫ টাকা দরে। এরপর থেকে প্রতিদিনই শেয়ারটির দর বাড়ছে। এমনকি গত এক সপ্তাহে শেয়ারটি লেনদেনের কিছুক্ষণের মধ্যে বিক্রেতাশুন্য হয়ে হল্টেড হয়ে পড়ে।
বৃহস্পতিবার গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ম্যাকসন্স স্পিনিং, রূপালী ইন্স্যুরেন্স, ওয়ালটন হাইটেক, ফরচুন সুজ, নিউ লাইন ক্লোথিং, মেট্রোস্পিনিং, ড্রাগন সোয়েটার, জিকিউ বলপেন ও এনভয় টেক্সটাইল লিমিটেড।