নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমদ ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার ২০১৯-২০২১ মেয়াদে আইবিসিসিআইয়ের ২৪ সদস্যের পরিচালনা পর্ষদ নির্বাচনের কথা জানানো হয়েছে।
নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এইচএসটিসি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম শোয়েব চৌধুরী এবং ইন্দোফিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজার অভিষেক দাস।
শোয়েব চৌধুরী বিদায়ী কমিটিরও সহ-সভাপতি ছিলেন।
কমিটিতে অনারারি সেক্রেটারি জেনারেল পদে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের (এলআইসি) ব্যবস্থাপনা পরিচালক অরূপ দাশগুপ্তা, অনারারি যুগ্ম মহাসচিব পদে কোয়ালিটি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক আবদুল ওয়াহেদ এবং অনারারি কোষাধ্যক্ষ পদে বাংলাদেশ সিস্টেম টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান দেওয়ান সুলতান আহমেদ দায়িত্ব পেয়েছেন।
নির্বাচিত সদস্যরা হলেন- ফতুল্লা ইস্পাত রি-রোলিং মিলসের মোহাম্মদ আলী, সিইআট একেখান লিমিটেডের ভেনুগোপাল নাম্বিকেরিল চেল্লাপ্পান পিল্লাই, বিআর স্পিনিং মিলসের বজলুর রহমান, এমএকেএস এ্যাটায়াস ফারখুন্দা জাবীন খান, কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের মেহেরুন নেছা ইসলাম, মেরিকো বাংলাদেশের আশীষ গৌপাল।
পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন, এশিয়ান কনজিউমার কেয়ারের ব্রজেশ কুমার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রকাশ চাঁদ সাবু, টাটা মোটরসের মধু পি সিং, মোহাম্মদ এন্টারপ্রাইজের মোহাম্মদ আলী, শারোথি এন্টারপ্রাইজের মতিয়ার রহমান, ডন ট্রেডিং ইন্টারন্যাশনালের মোহাম্মদ এরশাদ হুসেন রানা, ব্রিক ওয়ার্কস ডেভেলপমেন্টের লিয়াকত আলী ভূঁইয়া, এশিয়ান পেইন্টসের রিতেশ দোশি, রহমান শিপিং লাইনসের মশিউর রহমান, মাহিন্দ্রা ও মাহিন্দ্রার রবিন কুমার দাস, দ্য হিমালয় ড্রাগসের সিদ্ধার্থ পি রায় এবং ইমামি বাংলাদেশের আঞ্জেশ কুমার সোম।
বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি ছিলেন আবদুল মাতলুব আহমদ। শোয়েব চৌধুরী ছিলেন পরিচালক।
শেয়ারবার্তা / সাইফুল ইসলাম