পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগ দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ। স্বতন্ত্র পরিচালক হিসেবে তিনি যোগ দিচ্ছেন বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
পূবালী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এম আযিযুল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন ইব্রাহীম খালেদ। সম্প্রতি আযিযুল হক মৃত্যুবরণ করায় স্বতন্ত্র পরিচালকের একটি পদ এত দিন শূন্য ছিল।
প্রাপ্ত তথ্যমতে, ইব্রাহীম খালেদকে পরিচালক হিসেবে যোগ দেয়ার বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি পেয়েছে পূবালী ব্যাংক। এর আগে বাংলাদেশ ব্যাংকও অনাপত্তি পত্র দেয়। তালিকাভুক্ত হওয়ায় পূবালী ব্যাংককে পরিচালক নিয়োগ ইস্যুতে অনুমতি নিতে হয় বিএসইসির। বিষয়টি নিশ্চিত করেছেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হালিম চৌধুরী।
ইব্রাহীম খালেদের যোগদানের মাধ্যমে ব্যাংকটির পরিচালকের সংখ্যা হবে ১৪। এর মধ্যে দুজন হচ্ছেন স্বতন্ত্র পরিচালক।