ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারও লেনদেনের ১০ মিনিটের মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিমেস্টমস লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, আজ বেলা ১০টা ১০ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে ১ কোটি ৬৪ লাখ ৯ হাজার ৩৮১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ২৯ টাকা ৮০ পয়সা।
প্রসঙ্গত, ডমিনেজ স্টিল গত ২ ডিসেম্বর পুঁজিবাজারে লেনদেন শুরু করে। আর লেনদেনের প্রথম দিন থেকেই শেয়ারটি হল্টেড হচ্ছে।