আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। টানা ৫ কর্মদিবস মূল্য সূচকের উত্থানের পর মঙ্গলবার কিছুটা দর সংশোধন হয়েছে পুঁজিবাজারে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭১৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১২৮ কোটি ৫৩ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৮৪৮ কোটি ১২ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে।
মঙ্গলবার ডিএসইতে মোট ৩৫৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, দর কমেছে ১৩৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯২টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২২ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার।
সিএসইতে মোট ২৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, দর কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির।