ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমেকা লিমিটেড। কোম্পানিটির মোট ৫৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইএফআইসি ব্যাংক, ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, ব্রাক ব্যাংক, ইউপিজিডিএল, অ্যাসোসিয়েটেড অক্সিজেন ও ন্যাশনাল ফিড মিলস লিমিটেড।
প্রাপ্ত তথ্যমতে, সোমবার কোম্পানিটি মোট ১ কোটি ৯৩ লাখ ১৬ হাজার শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির ২৮ লাখ ৮ হাজার ১৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৯ কোটি ৬৭ লাখ টাকা।
রিপাবলিক ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৫৭ লাখ ২৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩২ কোটি ৫৮ লাখ টাকা।