ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দাম বাড়ার শীর্ষে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৬০ পয়সা বা ৯.৮৫ শতাংশ বেড়ে তালিকার শীর্ষে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রভাতি ইন্স্যুরেন্স,ফাইন ফুডস, ইউনিলিভার কনজিউমার কেয়ার, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সামিট অ্যালায়েন্স পোর্ট, ফু-ওয়াং সিরামিক ও ইয়াকিন পলিমার লিমিটেড।
প্রাপ্ত তথ্যমতে, সোমবার কোম্পানিটি সর্বশেষ ২৯ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৭৩৮ বারে ২৫ লাখ ৬৪ হাজার ৩৪৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ২৫ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯.৭২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩২ বারে ৪১ হাজার ১৫৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ লাখ টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে আফতাব অটোমোইলস লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৫০ পয়সা বা ৯.৬৯ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।