পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি বোর্ড সভার (বোর্ড সভা) তারিখ ঘোষণা করেছে। সভায় কোম্পানিগুলোর নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। কোম্পানিগুলো হলো-মিরাকল ইন্ডাস্ট্রিজ, আলহাজ্ব টেক্সটাইল এবং আশুগঞ্জ পাওয়ার বন্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা আগামী ৭ ডিসেম্বর বিকাল ৪টা ও সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২০ সময়ে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। এছাড়া, সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
২০১৯ সালে কোম্পানিটি ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।
আলহাজ্ব টেক্সটাইল লিমিটেডের বোর্ড সভা আগামী ৯ ডিসেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২০ সময়ে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। এছাড়া, সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
২০১৯ সালে কোম্পানিটি ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন (এপিএসসিএল) বন্ডের বোর্ড সভা আগামী ১০ ডিসেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় বন্ডটির ৩০ জুন, ২০২০ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
২০২০ সালে বন্ডটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।