এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১ বিলিয়ন ডলারের নিচের (আন্ডার এ বিলিয়ন) ২০০টি কোম্পানির তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের তিন কোম্পানি। কোম্পানি তিনটি হলো—স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রেনাটা ফার্মাসিউটিক্যালস ও ফরচুন সুজ। এগুলো দেশের উভয় শেয়ারবাজারে তালিকাভুক্ত।
পণ্য বিক্রির মূল্যমানের দিক থেকে সফল শীর্ষ ২০০টি কোম্পানির তালিকা প্রকাশ করেছে বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ‘ফোর্বস’। তালিকায় থাকা বাংলাদেশের তিন প্রতিষ্ঠানের ‘ব্যতিক্রমী করপোরেট পারফরম্যান্সের রেকর্ড’ আছে বলে জানিয়েছে এ ম্যাগাজিন।
ফোর্বস জানায়, বাংলাদেশি তিন কোম্পানির মধ্যে শীর্ষে আছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির বাজারমূল্য ধরা হয়েছে ১ হাজার ৭১৬ মিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে থাকা রেনাটা ফার্মাসিউটিক্যালের বাজারমূল্য ধরা হয়েছে ১ হাজার ৭১ মিলিয়ন ডলার। ফরচুন সুজের বাজারমূল্য ধরা হয়েছে ২৮ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ১৯৯৫ সালে, রেনাটা ১৯৭৯ সালে এবং ফরচুন সুজ ২০১৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।