ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানি শ্যামপুর সুগার মিলস বৃহস্পতিবার সর্বোচ্চ দর কমে টপটেন লুজার তালিকার শীর্ষে রয়েছে। কোম্পানিটির উৎপাদন বন্ধের খবরে আজ ডিএসইতে ৮০ পয়সা বা ১.৩৬ শতাংশ দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে ২০২০-২১ অর্থবছরের জন্য চিনি উৎপাদন বন্ধ রেখেছে। আর এমন খবর গতকাল ডিএসইর ওয়েবসাইটে প্রকাশের পর থেকেই শেয়ারটির দর কমতে থাকে। গতকাল শেয়ারটির দর প্রায় ৫ শতাংশ বা ৩ টাকা কমে সর্বশেষ ৫৮ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা স্পিনার্স, সি অ্যান্ড এ টেক্সটাইল, অ্যাপেক্স ফুডস, বিডি ল্যাম্পস, আল-হাজ্ব টেক্সটাইল, প্রাইম টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক ও মিথুন নিটিং লিমিটেড।
খাদ্য-আনুসঙ্গিক খাতের কোম্পানিটি বৃহস্পতিবার সর্বশেষ ৫৮ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৮৮ বারে ২৩ হাজার ৬২৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা বা ৪.১৮ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ২২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।